ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন মোরসালিন

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন মোরসালিন

ছবি: সংগৃহীত

পায়ের পাতায় চোট পেয়েছিলেন বাংলাদেশের তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। এজন্য দীর্ঘ তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এই সময়ে ওষুধ সেবনের পাশাপাশি বিশ্রামে ছিলেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার।

অবশেষে সেই চোট কাটিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন মোরসালিন। শনিবার কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংসের জার্সিতে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। 

গত বছরের ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে শেষ দিকে নেমেছিলেন বদলি হিসেবে। সেই ম্যাচেই ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। এর পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। 

এরপর ঢাকায় কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর মোরসালিন শরণাপন্ন হন ভারতের মেডিসিন বিশেষজ্ঞের। গত মার্চের শেষ সপ্তাহে কলকাতায় গিয়ে দেশটির মেডিসিন বিশেষজ্ঞ বিকাশ কাপুরকে দেখান পায়ের সর্বশেষ অবস্থা। সেখান থেকে পেয়েছিলেন সুখবরই। 

উল্লেখ্য, ইনজুরির কারণে ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও খেলা হয়নি মোরসালিনের। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচেই ছিলেন না এই তরুণ তুর্কি।