মোনাকোর হারে লিগ ওয়ান শিরোপা পিএসজির

মোনাকোর হারে লিগ ওয়ান শিরোপা পিএসজির

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে লে হাভরের কাছে পয়েন্ট খুইয়ে শিরোপার অপেক্ষা বেড়েছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে মোনাকা। এতে পরের ম্যাচে মাঠে নামার আগেই লিগ ওয়ান শিরোপা জিতল প্যারিসিয়ানরা।

চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা মোনাকোর মুখোমুখি হয়েছিল অলিম্পিক লিঁও। ঘরের মাঠে ম্যাচটিতে মোনাকোকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এতে তিন ম্যাচ বাকি থাকতেই লিগ ওয়ানের শিরোপা জিতে নিল পিএসজি।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই উইসাম বেন ইয়েদেরের গোলে এগিয়ে যায় মোনাকো। তবে ম্যাচের ২২তম মিনিটেই সমতা ফেরায় লিওঁ। স্বাগতিকদের হয়ে গোল করেন আলেকসঁদ লাকাজেত। 

এর চার মিনিট পর সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় লিওঁ। ম্যাচের ৬০তম মিনিটে গোল করে মোনাকোকে ম্যাচে ফেরান ইয়েদেরে। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকেনি। 

ম্যাচের ৮৪তম মিনিটে ফোফানার গোল এনে দেয় দারুণ জয়। তাতে পিএসজির শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। এই নিয়ে লিগ ওয়ানে মোট ১২তম বার শিরোপা জিতল পিএসজি। সবশেষ ১১ মৌসুমের ৯বারই লিগের শিরোপা ঘরে তুলল।