দিনাজপুরে ইয়াবাসহ আটক ২

দিনাজপুরে ইয়াবাসহ আটক ২

প্রতিকী ছবি

দিনাজপুরে স্থানীয়ভাবে ও ফোন কলের মাধ্যমে ইয়াবার কারবার চালানোর অভিযোগে ইয়াবাসহ চাচা শ্বশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয় ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ের পূর্বপার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ্বে পাকা রাস্তার উপর থেকে মাদক সরবরাহের সময় চাচা শশুর শামীম ইসলাম ও জামাই নাজমুল হাসান নাহিদকে ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত চাচা শ্বশুর শামীম ইসলাম উপজেলার রামভদ্রপুর এলাকার আলতাব হোসেনের ছেলে ও জামাই নাজমুল হাসান নাহিদ একই উপজেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার নুর আলমের ছেলে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি সোহেল রানা জানান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় এসআই (নিঃ) জাহেদুল ইসলাম সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ওই দুইজনকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে মাদকদ্রব্য ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।