যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তির অফার দিল ইরানি বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তির অফার দিল ইরানি বিশ্ববিদ্যালয়

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের নানা বিশ্ববিদ্যালয়ে। এর জেরে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী গ্রেফতারের শিকার হয়েছেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলায় অনেক শিক্ষার্থীকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কারও করা হয়েছে। 

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ইরানের কয়েকটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়।ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ও আল্লামেহ তাবাতাবেয়ি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে আন্দোলন করায় বহিষ্কারের শিকার হওয়া শিক্ষার্থীদের চলমান সেমিস্টার বা বর্ষ অনুসারে ভর্তির সুযোগ দেবে। সেই সাথে বিশেষ বোনাসও দেয়া হবে। 

১৮ এপ্রিল ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করলে এই আন্দোলন আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ে।এই ঘটনার পর থেকেই ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই ঘটনায় বহিষ্কারের শিকার হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি ঘোষণা করে।