অভিষেকেই আলির প্রশংসায় শোয়েব

অভিষেকেই আলির প্রশংসায় শোয়েব

হায়দার আলি।

ওল্ড ট্র্যাফোর্ডে থ্রিলার ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে সিরিজ ড্র করল সফরকারী দল পাকিস্তান। ব্যাট হাতে তরুণ হায়দার আলি এবং অভিজ্ঞ হাফিজের ঝোড়ো ইনিংসের পর বল হাতে শাহিন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়েজের মার্জিত বোলিং ম্যাচ নিজেদের দখলে রাখতে সাহায্য করে পাকিস্তানকে।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ড সিরিজে ১-০ এগিয়ে ছিল। কিন্তু শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করতে সমর্থ হয় পাকিস্তান। দর্শকদের জন্য প্রচুর ইতিবাচক চিহ্ন রয়েছে ১৯ বছর বয়সি হায়দার আলির ব্যাটিংয়ে। অভিষেকেই ৩৩ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন আলি। তাঁর ব্যাটিং প্রশংসা কুড়িয়ে নেয় প্রাক্তনদের। প্রাক্তন পাক স্পিড-স্টার শোয়েব আখতার এই ব্যাটসম্যানকেও স্বাগত জানান।

শোয়েব তাঁর ইউটিউব চ্যানেলে, আলিকে অধিনায়ক বাবর আজমের সঙ্গে তুলনা করেছেন। শোয়েব বলেন, ‘হায়দার আলি সাদা বলের ক্রিকেটে বাবর আজমের সমান বা আরও ভালো। কারণ তিনি খুব মেধাবী। ওর দারুণ প্রতিভা রয়েছে। তার পুরষ্কার পাওয়া গেছে।’