গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ২

গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ২

প্রতীকী ছবি

গোপালগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনার বৈঠাঘাটা গ্রামের বাসিন্দা সুকান্ত এবং মুকসুদপুরের বরমপাল্টা গ্রামের হরষিত পান্ডের ছেলে অমৃত পাণ্ডে। সুকান্ত কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।

কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, সোমবার বিকালে সুকান্ত পাথর গ্রামের মিহির বিশ্বাসের জমির ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে নিহত হন তিনি। বজ্রপাতে অপর এক কৃষক আহত হয়েছেন।

মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, অমৃত পান্ডে নিজের জমির ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমৃত পান্ডে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।