নির্বাচনে অংশগ্রহণ করায় যুবদল নেতা বহিষ্কার

নির্বাচনে অংশগ্রহণ করায় যুবদল নেতা বহিষ্কার

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আমিন মণ্ডল সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তৌহিদুল আমিন মণ্ডল সুমনকে বহিষ্কার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, তৌহিদুল আমিন মণ্ডল সুমন গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্ত আমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।