যশোরের দুই উপজেলায় লড়বেন ২৭ প্রার্থী

যশোরের দুই উপজেলায় লড়বেন ২৭ প্রার্থী

সংগৃহীত

যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন হবে আজ বুধবার। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারা হাসবেন বিজয়ের হাসি সেজন্য অপেক্ষা করতে হবে বুধবার (৮ মে) রাত পর্যন্ত।

রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, দুই উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন। মণিরামপুর উপজেলা নির্বাচনে ১৬৫টি ভোটকেন্দ্রের ৯৩১টি কক্ষে ভোটগ্রহণ হবে। ১৬৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৯৩১ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫।

চেয়ারম্যান পদে যারা লড়বেন তারা হলেন- ফারুক হোসেন (মোটরসাইকেল), মিকাইল হোসেন (ঘোড়া) ও আমজাদ হোসেন লাবলু (আনারস)।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- এসএম আব্দুল হক (তালা), মুনজুর আক্তার (চশমা), শরিফুল ইসলাম (টিয়া পাখি) ও সন্দীপ কুমার ঘোষ (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আমেনা বেগম (হাঁস), কাজী জলি আক্তার (কলস), মাহবুবা ফেরদৌস পাপিয়া (বৈদ্যুতিক পাখা), জেসমিন (প্রজাপতি), মাজেদা খাতুন (পদ্মফুল) ও সুরাইয়া আক্তার (ফুটবল)।

অন্যদিকে কেশবপুর উপজেলায় ভোটকেন্দ্র ৯৫টি। ভোট কক্ষ ৬৭০টি। ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ৯৫ প্রিজাইডিং কর্মকর্তা ও ৬৭০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৯৫৪।

চেয়ারম্যান পদে কেশবপুর উপজেলায় যারা লড়াই করবেন তারা হলেন- আব্দুল্লাহ নুর আল আহসান (দোয়াত কলম), এসএম মাহবুবুর রহমান (মোটরসাইকেল), কাজী মুজাহীদুল ইসলাম (হেলিকপ্টার), নাসিমা আক্তার সাদেক (শালিখ), ইমদাদুল হক (আনারস) ও মফিজুর রহমান (ঘোড়া মার্কা)।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (তালা), পলাশ কুমার মল্লিক (উড়োজাহাজ), আব্দুল লতিফ রানা (মাইক), মনিরুল ইসলাম (টিউবওয়েল) ও সুমন সাহা (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মনিরা খানম (কলস) ও রাবেয়া খাতুন (ফুটবল)।
রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নির্বাচন আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পদক্ষেপও নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয়ে ভোটররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে দুই উপজেলায় এক হাজার ৭৬৮ জন পুলিশ এবং ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন।