কুড়িগ্রামে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকায় খালার বাড়িতে এসে সোনাভরি নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুই খালাতো ভাই-বোন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খালার বাড়ি থেকে একসঙ্গে সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিসমত বড়বাড়ি গ্রামের অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আ. কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।

রৌমারী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কলেজপাড়া গ্রামের পার্শ্ববর্তী সোনাভরি নদীতে গোসল করতে যায় ওই তিন শিশু। এসময় জিন্নাত খাতুন দিনা পানিতে তলিয়ে গেলে সিয়াম তাকে তুলতে গিয়ে সেও ডুবে যায়। পরে ডুবে যাওয়া দু’জনকে উদ্ধার করতে গেলে হামিম মিয়াও ডুবে যায়। পরে স্থানীয়রা জাল দিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।