পাটগ্রামে ভোট কেন্দ্র দখল হয়েছে দাবি যুব মহিলা লীগের সভাপতি

পাটগ্রামে ভোট কেন্দ্র দখল হয়েছে দাবি যুব মহিলা লীগের সভাপতি

সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল, কারচুপি ও জালিয়াতি হয়েছে এমন দাবি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মির্জা সাইরী তানিয়ার। শনিবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, আমি পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় আমার পদ্ম ফুল প্রতীকের এজেন্টদেরকে বের করে দেয়া হয়। ভোটে জালিয়াতি করতে কেন্দ্রে কেন্দ্র পছন্দমতো নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।

বিভিন্ন মাধ্যমে জানতে পারি টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোট কেন্দ্র দখল করে জালভোট প্রদান করা হয়। ভোটে দাঁড়ানো আমার গণতান্ত্রিক অধিকার, এজন্য আমি নির্বাচন করি। ভোট চলাকালীন এমনকি এখনো আমাকে এবং আমার স্বামীকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মির্জা সাইরী তানিয়ার স্বামী হিমন প্রধান, পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি রুপালী খাতুন ও সাংগঠনিক সম্পাদক সুমি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।