ঝিনাইদহে অবৈধ কারেন্ট জাল জব্দ

ঝিনাইদহে অবৈধ কারেন্ট জাল জব্দ

ফাইল ছবি।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমার নদে মৎস্য সম্পদ সুরক্ষা, সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, জলজসম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় ২৮টি অবৈধ কারেন্ট জাল (৫৬০ মিটার) জব্দ করা হয়। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বনি আমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করে শৈলকুপা আনসার ও ভিডিপির একটি টিম। এ ছাড়াও উপজেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বনি আমিন জানান, কুমার নদে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ, রেণু পোনা নিধন বন্ধে ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।