সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান রাজীব

সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান রাজীব

মঞ্জুরুল আলম রাজীব।

দ্বিতীয় ধাপের নির্বাচনে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

সাভার উপজেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন রাজীব।

এই নির্বাচনে মঞ্জুরুল আলম রাজীব ও বাংলাদেশ তরিকত ফ্রন্টের চেয়ারম্যান মুফতি মো. মেহেদী হাসান বুলবুল মনোনয়ন জমা দিয়েছিলেন।

কিন্তু ২৮ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বুলবুল।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী দুজনের মধ্যে মেহেদী হাসান বুলবুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।’

সাভার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম।

এ ছাড়া সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু ও ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মনিকা হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আগামী ২১ মে সাভার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।