আদ্- দ্বীনের উদ্যোগে ত্রাণ বিতরণ

আদ্- দ্বীনের উদ্যোগে ত্রাণ বিতরণ

ছবি: নিউজজোন বিডি

মোঃ ইকবাল হোসেন:  ১৯৮০ সালে বিশিষ্ট শিল্পপতি সেখ আকিজ উদ্দীন ও জাতীয়পদকপ্রাপ্ত অধ্যাপক শরিফ হোসেনের গড়ে তোলা মানবিক সংস্থা আদ্- দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। সংস্থাটি শিক্ষা,স্বাস্থ্য, প্রশিক্ষণসহ দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোয়ন্ননে ব্যাপক ভুমিকা রেখে চলেছে।

আমরা দেখেছি, প্রাকৃতিক বিপর্যয়ের সময় যেমন, বন্যা, নদী ভাঙন, করোনা মহামারীর সময় গুলোতেও আদ্- দ্বীন সবসময় অসহায় মানুষের পাশে থেকে অক্লান্ত সেবা দিয়েছে।

গত ১১ই মার্চ ২০২৪ ইং তারিখে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পানচাষীদের পানের বরজ আগুনে পুড়ে যায়।

মঙ্গলবার (১৪ মে ২০২৪) বেলা ১২ টার দিকে আদ্- দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কুচিয়ামোড়ার শাখার  উদ্যোগে পানের বরজ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৬৮ জন সদস্যর মাঝে সংস্থার পক্ষ থেকে চাউল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার জনাব আকাশ কুমার কুন্ডু,সমাজসেবা অফিসার জনাব, ইমদাদুল হক বিশ্বাস,বাহাদুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সোহেল রানা ও আদ- দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের এজিএম জনাব ইকবাল হোসেনসহ প্রমুখ।