ভোলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

ভোলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

ছবি:সংগৃহীত

ভোলায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, ভোলা জেলা কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) প্রকল্পের পরিচালক ও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম। 

এসময় জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাব তুলে ধরে সাংবাদিকদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। 

জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম্প) এবং জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) যৌথভাবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার জেলা ও উপজেলার ৩০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেছেন। 

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় জন সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি কার্যকরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।