ঘিবা সীমান্ত থেকে অস্ত্র,গুলি ও গাঁজাসহ ৩ জন আটক

ঘিবা সীমান্ত থেকে অস্ত্র,গুলি ও গাঁজাসহ ৩ জন আটক

ঘিবা সীমান্ত থেকে অস্থ,গুলি ও গাঁজাসহ আটককৃত তিন আসামী

যশোর শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা সীমান্ত থেকে অস্ত্র,গুলি ও গাঁজাসহ  ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৫সেপ্টেম্বর) দুুপুর সাড়ে তিনটার দিকে তাদেরকে আটক করেছে  ব্যাটালিয়ন-৪৯ বিজিবির সদস্যরা।

আটককৃতরা হলেন-বেনাপোল পোর্টথানাধীন ধান্যখোলা এলাকার এবাজুর মিয়ার ছেলে মো.সাজজুল,মৃত ছাবেদ আলীর ছেলে মো.আলমগীর ও শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম।

শনিবার (৫সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৫ টায় ঝুমঝুমপুরের বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন- ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা এ তথ্য দেন। 

তিনি বলেন, রঘুনাথপুর ডিওটিতে কর্মরত হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে  দুপুর সাড়ে তিনটায় অভিযান চালানোর সময় ঘিবা সীমান্তে দেখতে পায় ৩ জন অজ্ঞাত লোক বস্তা মাথায় বাংলাদেশে প্রবেশ করছে। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি তাদেরকে আটক করে এবং বস্তা থেকে ১১ টি পিস্তল,২২ টি ম্যাগাজিন,৫০ রাউন্ড গুলি,১৪ কেজি গাঁজা উদ্ধার করে।

আটককৃত অস্ত্র,গোলাবারুদসহ মাদকদ্রব্যের বাজর মূল্য বার লক্ষ আঠারো হাজার টাকা।আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।