হামাসের হামলায় ইসরাইলের পাঁচ সেনা নিহত

হামাসের হামলায় ইসরাইলের পাঁচ সেনা নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের উত্তর গাজায় ইসরাইল বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে অন্তত পাঁচ ইসরাইলের সেনা নিহত হয়েছেন। এএফপির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৬ মে) ওই পাঁচ সেনার প্রাণহানির তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১৫ মে) হামাস সদস্যদের সঙ্গে লড়াইয়ের সময় ওই পাঁচ সেনা নিহত হয়েছেন। তবে কী কারণে তারা মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরাইল বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করেন গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিন গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।