চাকরির বয়সসীমা বৃ্দ্ধির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

চাকরির বয়সসীমা বৃ্দ্ধির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

সংগৃহীত

চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। 

শুক্রবার (১৭ মে) সন্ধ্যার দিকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা তাদের নানা রকম দাবি তুলে ধরেন। 

"৩৫ আমার বিশ্বাস ৩৫ আমার চেতনা" "৩০ এর গদিতে আগুন লাগাও একসাথে" "এসো ঢাবি দলে দলে ৩৫ এর পতাকা তলে" এসব স্লোগান তুলে তারা গ্রন্থাগার প্রাঙ্গণ মুখরিত করে তোলে। 

সংক্ষিপ্ত বক্তৃতাকালে বক্তারা বলেন, আজ যদি চাকরির বয়সসীমা ৩৫ থাকতো তাহলে আমরা কেউই আমাদের জীবনের বড় একটি সময় এই কেন্দ্রীয় লাইব্রেরীতে বিসিএসের পেছনে ব্যয় করতাম না। আমরা একাডেমিক এক্সিলেন্সি রাখতে সক্ষম হতাম। আজ চাকরির বয়স ৩০ থাকার কারণে আমরা এখনও বেকারত্বের ঘানি টানছি। আমাদের জীবন-যাপনের মান নিম্নস্তরে এসে ঠেকেছে। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।