ঝালকাঠির দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু

ঝালকাঠির দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু

ছবি:সংগৃহীত

ঝালকাঠিতে সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার দুটি উপজেলা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে।

দুই উপজেলার ১৪৭টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯৩৪ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২টি উপজেলার ২০ ইউনিয়ন ও ২টি পৌর সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এছাড়া বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।