এবার রাইসির মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললো যুক্তরাষ্ট্র

এবার রাইসির মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললো যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত।

প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সফরে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেছিলেন রাইসি। আজারবাইজান থেকে ফিরে আসার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

রাইসির বহনকারী হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের তৈরি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি ইরান।তবে এ নিয়ে তেহরান ওয়াশিংটনকে দোষারোপ করতে পারে, তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ কিনা— এমন প্রশ্ন করা হয় মার্কিন প্রতিরক্ষা সচিবকে।

জবাবে লয়েড অস্টিন বলেন, এ দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। কী কারণে দুর্ঘটনা হতে পারে সে বিষয়ে আমি কিছু অনুমানও করতে পারছি না।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি ওয়াশিংটন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।