মাগুরায় দুই উপজেলায় মান্নান ও শ্যামল চেয়ারম্যান নির্বাচিত

মাগুরায় দুই উপজেলায় মান্নান ও শ্যামল চেয়ারম্যান নির্বাচিত

ফাইল ছবি

মাগুরা মহম্মদপুর উপজেলায় এ্যাড. আব্দুল মান্নান ও শালিখা উপজেলায় এ্যাড. শ্যামল কুমার দে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শালিখা উপজেলা নির্বাচনে এ্যাড. শ্যামল কুমার দে আনারস প্রতীকে ৩১ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল ইসলাম মোরটসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬৭৮৪ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার শাবানা ফুটবল প্রতীকে ১৮১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপ্তী রানী বিশ্বাস পেয়েছেন ১৭৩২৫ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট সজিব হোসেন ৩৫৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম টিউবয়েল মার্কায় পেয়েছেন ২২৫৩৭ ভোট।

অন্যদিকে মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাড. আব্দুল মান্নান আনারস প্রতীকে ৪৩৯৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিরুজ্জামান শালিখ পাখি প্রতীকে ৩৩৯৬২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হাসান হাঁস প্রতীকে ২৫৬৮৭ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেলা বেগম পদ্মফুল মার্কায় ১৪৭৯৬ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ঈদুল শেখ চশমা প্রতীকে ৩৪২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাইক মার্কায় পেয়েছেন ১৫২৪৬ ভোট।