ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় মোরেলগঞ্জে সভা

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় মোরেলগঞ্জে সভা

ছবি:সংগৃহীত

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। 

সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজ্জা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মো. বাকি বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, অধ্যক্ষ ড. রুহুল আমিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাকির হোসেন, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও ডরপ এর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সম্ভাব্য ঝড় ‘রেমাল’-এর আঘাত থেকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সভায় নদীর তীরবর্তী এ উপজেলার ৮৫টি সাইক্লোন শেল্টারসহ ঝড় শহনশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি চিকিৎসা সামগ্রী মজুদ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।