বাগেরহাটে ১০ নম্বর মহাবিপদ সংকেত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু

বাগেরহাটে ১০ নম্বর মহাবিপদ সংকেত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু

সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে বাগেরহাটে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ রেমালের প্রবাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

রোববার (২৬ মে) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্নতার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এর আগে মোংলা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদফতর। 

মংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ জানান, ঘূর্ণিঝড় রেমাল মোংলা সমুদ্র বন্দর থেকে ৪০৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এ কারণে ৭ নম্বর বিপদ সংকেত তুলে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।  

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় এর প্রাথমিক প্রস্তুতিও নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার সম্পর্কে সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ কার্যক্রম শুরু করেছে উপকূলীয় উপজেলা প্রশাসন। এছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যরাও প্রস্তুত রয়েছে।