ঘূর্ণিঝড় রেমাল : চট্টগ্রাম বিমানবন্দরে দুপুর থেকে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

ঘূর্ণিঝড় রেমাল : চট্টগ্রাম বিমানবন্দরে দুপুর থেকে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

ছবি:সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলার পর আজ (রোববার) দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ থাকবে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দরের সম্পদ এবং জনশক্তির নিরাপত্তার কথা বিবেচনায় কর্তৃপক্ষ সজাগ রয়েছে।’

এর আগে, কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়।

সূত্র : ইউএনবি