ভারতে ‘তুফান’ শেষ করে ঢাকায় শাকিব

ভারতে ‘তুফান’ শেষ করে ঢাকায় শাকিব

ছবি: সংগৃহীত

আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘তুফান’। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। শুটিং শেষে আজ রোববার দুপুরে ঢাকায় ফিরেছেন এই নায়ক।

প্রায় ৪১ দিন ভারতে সিনেমাটির শুটিং হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানে ডাবিংও শেষ করেছেন শাকিব। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে সিনেমাটির দু'টি পোস্টার, প্রথম টিজার প্রকাশিত হয়ে আলোচিত হয়েছে।

শিগগির ‘তুফান’ সিনেমায় সংগীতশিল্পী প্রীতম হাসানের করা ‘লাগে উরাধুরা’ গানটি প্রকাশ পাবে। গানটির ২০ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে গতকাল শনিবার।

আলফা আই, চরকি এবং এসভিএফ প্রযোজিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।