সিয়ামের ‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের গান

সিয়ামের ‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের গান

ছবি: সংগৃহীত

ঈদের সিনেমার তালিকায় রয়েছে সিয়াম আহমেদের ‘জংলি’সিনেমা। কদিন ধরে শোনা যাচ্ছিল ছবির গানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জনপ্রিয় সুরকার  প্রিন্স মাহমুদের কাঁধে। এবার সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করলেন ছবির পরিচালক এম রাহিম। 

নিজের ফেসবুকে এম রাহিম লিখেছেন, জংলি সিনেমার চারটি গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিংবদন্তি প্রিন্স মাহমুদ। 

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রাহিম বলেন, ‘আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি। প্রিন্স ভাই আমাদের কিংবদন্তি । জংলি সিনেমার সবগুলো গান তিনিই করেছেন। এবং গানগুলো এতো ভালো করেছেন যে দর্শক শ্রোতারা গানগুলোতে বুঁদ হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস।’

প্রিন্স বলেন, ‘একই সিনেমার সবগুলো গানের দায়িত্ব আমার নেওয়া হয়নি কখনও। সময়ও হয়ে উঠেনি তেমন। তবে জংলির আগে আরও একটি সিনেমার সবগুলো গানের দায়িত্ব নিয়েছি। কিন্তু সেটা শেষ হয়নি এখনও। তার আগেই জংলির গান করা হয়েছে। সিনেমাও তার আগে মুক্তি পাচ্ছে। তাই বলতে গেলে জংলিই আমার প্রথম সিনেমা যে সিনেমার সবগুলো গান আমি করেছি। এবং গানগুলো অসাধারণ হয়েছে। এখানে গানগুলো যারা গেয়েছেন তারাও দারুণ এফোর্ট দিয়ে ভালো করার তাড়না থেকে চেষ্টা করেছে। আমিও আমার জায়গায় ভালো করার ট্রাই করেছি। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস ঈদের সিনেমা জংলির এই গানগুলোও দর্শক শ্রোতারা দারুণভাবে গ্রহণ করবেন।’

‘জংলি’সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবিটি কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।