কাবাডি টুর্নামেন্ট: বাংলাদেশের কাছে পাত্তাই পেল না মালয়েশিয়া

কাবাডি টুর্নামেন্ট: বাংলাদেশের কাছে পাত্তাই পেল না মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে মালয়েশিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। চলমান টুর্নামেন্টে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিকরা।

সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। ম্যাচটিতে সফরকারীদের ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে পরাজিত করেন স্বাগতিকরা।

এদিন খেলার প্রথমার্ধে ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন স্বাগতিক দলের রাইট রেইডার আল-আমিন।

মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ৩টি লোনাসহ ৩৭ পয়েন্ট এবং দ্বিতীয়ার্ধে ৩টি লোনাসহ আরো ৩৬ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এটি দ্বিতীয় হার মালয়েশিয়ার। প্রথম ম্যাচে তারা নেপালের কাছে ৬৭-৩০ পয়েন্ট ব্যবধানে হেরেছিল।

এর আগে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারানোর পর আরো একটি সহজ জয় তুলে নিলো লাল-সবুজ জার্সিধারীরা।

সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা বাংলাদেশের আল-আমিন ম্যাচশেষে বলেন, ‘আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি, এটা বড় কথা নয়। দল জয় পেয়েছে, এটাই আমার কাছে বড়। টানা দ্বিতীয় জয় পেয়ে অবশ্যই আমরা আনন্দিত।’