নরসিংদীর শিবপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

নরসিংদীর শিবপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ফাইল ছবি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ব্যালটের মাধ্যমে আজ (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা।

একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলার ৯৭ টি ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ।  উপজেলার ২ লাখ ৬৮  হাজার ৪৬১ জন ভোটারের জন্য ৬৪৮টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী পতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ঢাকা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান ও সার্বিক নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমান বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃংঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।