খাগড়াছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় বন্যার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। তার নাম খোরশেদ আলম। তার বয়স ২ বছর। সে মেরুং এলাকার আবদুল লতিফ এর সন্তান। 

জানা গেছে, বৃষ্টির কারণে বাড়ির চারপাশে পানিতে ডুবে যায়। বাড়ির পাশে খেলার সময় হঠাৎ বন্যার পানিতে পড়ে যায় শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে মৃত অবস্থায় পাওয়া যায় শিশুটিকে। 

এদিকে, বন্যার পানি কমতে থাকায়  দীঘিনালা উপজেলার লোকজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।