হবিগঞ্জে চেয়ারম্যান পদে আজাদের হ্যাট্রিক

হবিগঞ্জে চেয়ারম্যান পদে আজাদের হ্যাট্রিক

নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাট্রিক করেছেন বর্তমান চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ

উদ্বেগ-উৎকন্ঠা আর শঙ্কা কাটিয়ে অবশেষে শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাট্রিক করেছেন বর্তমান চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ। 

তিনি 'কৈ মাছ' প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯০২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুল আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট। এছাড়াও মো. আমিরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৪৮ ভোট ও ইকরামুল মজিদ চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৬ ভোট। ভোটের হার ৫৬.৩৮%।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আরিফ মিয়া। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩৭৮ ভোট। কাওসার আহমেদ মাইক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৯৬ ভোট, মানিক মোহন দাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট, আব্দুল মতিন বই প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯২টি ভোট, রাজিব কান্তি রায় তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২১ ভোট, রাসেল আহমেদ চশমা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৫৭ ভোট, হাজী নোমান মোল্লা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রিয়া বেগম ফুটবল প্রতীকে ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আলেয়া বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩০৩ ভোট। তানিয়া আক্তার কলস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০ ভোট, নাইমা আক্তার সুমি প্রজাপতি পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট।