রংপুরে বিএসটিআইয়ের অভিযানে ২ জনের জেল

রংপুরে বিএসটিআইয়ের অভিযানে ২ জনের জেল

ফাইল ছবি

রংপুর বিএসটিআই’র অভিযানে ২ ব্যক্তির এক বছর করে জেল এবং কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং রংপুর জেলা প্রশাসন ও র‌্যাব যৌথ ভাবে বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীতে এ অভিযান চালায়। 

বিএসটিআই সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট অভিযানে নগরীর পূর্ব খাসবাগ মেসার্স সফট ফুড লিমিটেড নামের প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করার অপারাধে বিএসটিআই আইনে ২টি মামলা দায়ের করা হয়। মামলায় শামসুল হক (২৭) ও মো. আব্দুর রহিমকে এক বছর করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জুস তৈরির কাজে ব্যবহৃত কারখানার সকল যন্ত্রপাতি জব্দ করে কারখানা সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাইয়ুম খান। প্রসিকিউটর ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. মো. তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার।