কুমিল্লায় মাইক্রোবাস থেকে ছাত্রদল নেতাকে গুলি

কুমিল্লায় মাইক্রোবাস থেকে ছাত্রদল নেতাকে গুলি

প্রতীকী ছবি

কুমিল্লা নগরীতে মাইক্রোবাস থেকে এক ছাত্রদল নেতাকে গুলি করা হয়েছে। এতে ওই ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন।গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম তুহিন নগরীর ২২নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক। 

রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কু‌মিল্লা নগরীর লাকসাম সড়‌কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে একটানা ৮/১০  রাউন্ড গু‌লি করে কয়েকজন যুবক। অস্ত্রের মহড়া দি‌য়ে বিপরীত পা‌শের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়। 

এদিকে, গুলির ঘটনা শুনে কোতয়ালী থানার ও‌সি ফিরোজ হোসেনের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি দল ঘটনাস্থল পরিদর্শন ক‌রেছেন।