সৌদি গেলেন ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী

সৌদি গেলেন ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী

ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৬০ হাজার ৭৯৯ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৫৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৬৩৪ জন হজযাত্রী সৌদি গেছেন।

বুধবার (৫ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এস তথ্য জানানো হয়।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানানো হয়।

হেল্পডেস্কের তথ্য মতে, এখন পর্যন্ত মোট ১৫৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮১টি, সৌদি এয়ারলাইনসের ৪৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। মঙ্গলবার পর্যন্ত মোট ফ্লাইটের ৭৪ দশমিক ১ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৭৩ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে চলতি বছর হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় তিনজনের মৃত্যু হয়। সবশেষ মদিনায় মাকসুদ আহমেদ (৬১) নামে একজন মারা গেছেন। গত ১৫ মে প্রথম বাংলাদেশি হিসেবে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী সৌদি আরবে মারা যান।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।