গাজীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর আগাম জামিন

গাজীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর আগাম জামিন

ফাইল ছবি

নাশকতার মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির ৩৬ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তাদের আগামী আট সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। উল্লিখিত সময়ের পর তাদের গাজীপুর দায়রা ও জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আকতার রসুল মুরাদ, অ্যাডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহিল ফাহিম ও অ্যাভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ।

আইনজীবীরা জানান, সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপির এই নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। এসব মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন তারা।