জাল ভোট দেওয়ায় যুবকের ছয় মাসের কারাদণ্ড

জাল ভোট দেওয়ায় যুবকের ছয় মাসের কারাদণ্ড

ফাইল ছবি

রংপুরে বদরগঞ্জে জাল ভোট দেওয়ায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

বুধবার (০৫ জুন) দুপুরে বদরগঞ্জ উপজেলার বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বৈরামপুর এলাকার আব্দুল হামিদ শাহের ছেলে।।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন জানান, দুপুরে ওই কেন্দ্রে মোস্তাফিজুর জাল ভোট দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করা হয়।