আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত খুলনায় অবস্থিত আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ০৯ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯টায় কলেজের ৪নং লেকচার গ্যালারীতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আশফাকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: দীন-উল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এহসানুল ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্ক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কৃতি শিক্ষার্থীবৃন্দ ও ০৯ ব্যাচের শিক্ষার্থী ও অভিভাবকগণ।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো: দীন-উল ইসলাম বলেন, তোমরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছো এই ভাগ্য সবার হয়না। তাই কোনো ভাবেই তোমরা সময় অপচয় করবে না। তোমরা হৃদয় দিয়ে ডাক্তারি পড়ালেখা করবে। ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করবে।

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, মেডিকেলে পড়ালেখা হলো লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড় তবে তুমি সফল হবে। মেডিকেলের পড়াটাকে এনজয় করতে হবে। মেডিকেল কলেজ হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানা থেকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।