কোটা পুনর্বহালের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

কোটা পুনর্বহালের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘বৈষম্যমূলক কোটা প্রত্যাহার চাই’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি প্লেকার্ড হাতে প্রতিবাদ করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানবন্ধনে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাশরুর আহমেদ বলেন, দেশের বিপুল সংখ্যক বেকার থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ওপর কোটার মতো বৈষম্যমূলক নিয়ম চাপিয়ে দেওয়া কি সঠিক সিন্ধান্ত? এ নিয়মের ফলে বেকার সমস্যা আরও বৃদ্ধি পাবে। আর আমরা এখানে কোনো সরকারবিরোধী আন্দোলন করতে আসিনি। আমরা শুধু আমাদের অধিকার আদায়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, হাইকোর্ট যেন মুক্তিযুদ্ধা কোটার পুনর্বহাল রুল বাতিল করেন।