বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত জিয়া: কামরুল

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত জিয়া: কামরুল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘বঙ্গবন্ধু হত্যায় বিএনপি কোনোভাবেই জড়িত নন’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যে কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত জিয়া। সাক্ষীদের জবানবন্দিতেও এ কথা এসেছে। এটা অস্বীকারকারীরা মিথ্যাচার করছে। তারা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চান।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পঁচাত্তরে তার প্রমাণ মিলেছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়া, আর গ্রেনেড হামলায় জড়িত তার পুত্র তারেক রহমান। গ্রেনেড হামলার বিচার এখনও আমরা শেষ করতে পারিনি। আশা করি এ সরকারের আমলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ সব খুনিদের রায় কার্যকর করতে পারব।