মেক্সিকোয় নারী মেয়রকে ১৯ বার গুলি

মেক্সিকোয় নারী মেয়রকে ১৯ বার গুলি

ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর এক নারী মেয়রকে গুলি করে হত্যার ঘটনায় তোলপাড় চলছে দেশটিজুড়ে। তদন্ত চালু থাকলেও এ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়নি কেউ। ধারণা করা হচ্ছে, সংঘটিত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিল হামলাকারী।

দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্লদিয়া শেনবাউমের বিজয়ের পরপরই এ ঘটনা হয়।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (৩ জুন) বন্দুকধারীদের গুলিতে প্রকাশ্যে নিহত হন মেয়র ইয়োলান্দা সানচেজ ও তার দেহরক্ষী। একের পর এক ১৯ বার গুলি করা হয় তাকে।

২০২১ সালে পশ্চিম মেক্সিকোর একটি শহর থেকে মেয়র নির্বাচিত হন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই পেতে হয় নানারকম হুমকি। অপহরণের শিকারও হতে হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। লাতিন আমেরিকার দেশটিতে সদ্য শেষ হওয়া নির্বাচনে হত্যার শিকার হয়েছেন ৩৯ প্রার্থী।