মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী বায়জিদ

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী বায়জিদ

ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী  মো: বায়জিদ আহমেদ বিজয়ী হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ ভোট পেয়েছেন ৫৩ হাজার ৭৬৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫০ হাজার ৩২৯ টি।

অপর দিতে ভাইস- চেয়ারম্যান পদে মো :আরিফুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তাহেরুন নেছা কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

রাত ২ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার মাধবী রায় এ ফলাফল ঘোষনা করেন।