সহযোগী অধ্যাপক হলেন ৪৯ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ৪৯ চিকিৎসক

ফাইল ছবি

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৯ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়াদের মধ্যে, অফথালমোলজি বিভাগের একজন, অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাসকুলোস্কেলেটাল টিউমার বিভাগের একজন, ইন্টানভেনশনাল কার্ডিওলজি বিভাগের একজন, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের একজন, এনাটমি বিভাগের একজন, অ্যানেসথেসিওলজি বিভাগের ২০ জন, কার্ডিওলজি বিভাগের একজন, ক্লিনিক্যাল প্যাথলজি ভিাগের দুইজন, গ্লুকোমা বিভাগের একজন নিউক্লিয়ার মেডিসিন বিভাগের একজন, নিউনেটোলজি বিভাগের তিনজন ও পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি বিভাগের একজন চিকিৎসক রয়েছেন।

এছাড়া পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের একজন, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের তিনজন, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের একজন, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের একজন, ফিজিওলজি বিভাগের একজন, ভাস্কুলার সার্জারি বিভাগের একজন, মেডিকেল অনকোলজি বিভাগের একজন ও রিপোড্রাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগের দুইজন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।