দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

টাইগার একাদশে আছে পরিবর্তন। অফফর্মে থাকা সৌম্য সরকারকে বিশ্রামে পাঠিয়ে দলে নেয়া হয়েছে জাকের আলীকে।

পেস অ্যাটাকের দায়িত্বে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিনের মূল অস্ত্র লেগি রিশাদ হোসেন। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস আর তানজিদ হাসান তামিমরা আছেন যথারীতি আগের অবস্থানে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে টাইগাররা। আর নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকাও অনেকটা নির্ভার।

নাসাউ কাউন্টি উইকেট অনেকটা পেস বান্ধব হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারে প্রোটিয়ারা। তারা নিজেদের প্রথম দুই ম্যাচ খেলেছে এই মাঠেই। বিপরীতে জয় পেতে মরিয়া হয়ে থাকা টাইগারদের পেস ইউনিটকেও এই ম্যাচে দিতে হবে অগ্নিপরীক্ষা।