চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বরুমতি রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।

স্থানীয় সিএনজি চালক মো. আবদুল আজিজ বলেন, দুপুরে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় বরুমতি রেল ব্রিজ এলাকায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা কালাম বলেন, ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। 

দোহাজারী রেলস্টেশন মাস্টার ইকবাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আপনার (প্রতিবেদক) কাছ থেকে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে হাসপাতালে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানার ওসিকে জানানো হয়েছে।