রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।সোমবার (১০ জুন) দিনগত রাতে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলখেত থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ জানান, অজ্ঞাতপরিচয় ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তর চেষ্টা করা হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত নারীর নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান দীন মোহাম্মদ।