দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প অনুভূত

দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প অনুভূত

প্রতিকী ছবি

দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবারের (১২ জুন) এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোরিয়া আবহাওয়া দপ্তর বলছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে আটটার দিকে ভূমিকম্পটি বুয়ান কাউন্টির চার কিলোমিটার দক্ষিণে এবং সিউল থেকে প্রায় ২০৫ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে।

এ ঘটনার পর দেশব্যাপী নাগরিকদের কাছে একটি সতর্কতা বার্তা পাঠানো হয়। এতে ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রতিবেশী জাপানের বিপরীতে, কোরীয় উপদ্বীপে খুব কমই উল্লেখযোগ্য ভূমিকম্প হয়। দেশটির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৮ মাত্রার। সূত্র : বাসস।