কুয়েতে বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ৩৫

কুয়েতে বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ৩৫

প্রতীকী ছবি

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (১২ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মেডিকেল টিমগুলো।

এছাড়া অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিজেদের প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ।