আফগান প্রতিনিধি দলের সঙ্গে কাতার আমিরের সাক্ষাত

আফগান প্রতিনিধি দলের সঙ্গে কাতার আমিরের সাক্ষাত

আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি

আন্ত-আফগান শান্তি আলোচনার দ্বিতীয় দিন আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালবেলা আমিরি দিওয়ান অফিসে পৃথকভাবে আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকোনন্সিলেশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ও তালেবানের রাজনৈতিক শাখাপ্রাধান মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে শেখ তামিমের সাক্ষাত হয়। কাতারের স্থানীয় গণমাধ্যম তা নিশ্চিত করে।

আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন কাতারের আমির শেখ তামিম। এ সময় উভয় পক্ষের ঐতিহাসিক শান্তি আলোচনা সফল হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শান্তি আলোচনা আফগান জনগনকে জাতীয় ঐক্য, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে সহায়তা করবে মনে করেন শেখ তামিম।

এদিকে আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাতার সরকারের শান্তি আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আফগান প্রতিনিধিদলের প্রধান আবদুল্লাহ।

সূত্র : রয়টার্স