২৪ ঘণ্টায় মেঘনা টোলপ্লাজায় ৭২ লাখ টাকার টোল আদায়

২৪ ঘণ্টায় মেঘনা টোলপ্লাজায় ৭২ লাখ টাকার টোল আদায়

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। ফলে মেঘনাসেতুর টোলপ্লাজায় বেড়েছে টোল আদায়ও।

মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (১২ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে সর্বমোট ২৪ হাজার ৪০৫ যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭২ লাখ সাত হাজার ৪৭৩ টাকা।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বলেন, গত কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশি টোল আদায় হয়েছে।