সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সিলেট মহানগরীর চামেলীবাগ এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। শুক্রবার পর্যন্ত ওই যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

জানা গেছে, চামেলীবাগ এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে সড়ক দুর্ঘটায় ওই যুবকের মৃত্যু হতে পারে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।