বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ঘুম থেকে উঠে নির্মাণাধীন বিদ্যুতের তারে উপর থাকা কাপড় তুলতে যায় গৃহবধূ রাহিমা খাতুন। সেসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাহিমা বাথানগাছি গ্রামের ইটখোলা পাড়ার সুমুজ আলীর স্ত্রী। 

এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।