ঈদযাত্রায় ফেরিতে স্বস্তি দক্ষিণাঞ্চলের মানুষ

ঈদযাত্রায় ফেরিতে স্বস্তি দক্ষিণাঞ্চলের মানুষ

ছবি:সংগৃহীত

ঈদ উদ্‌যাপন করতে রেল, সড়ক ও নৌপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি। এদিকে শনিবার (১৫ জুন) সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। সময়মতো ফেরি পারাপার হওয়ায় স্বস্তিতে দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যতগুলো ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে, প্রতিটাতে যাত্রী ছিল চোখে পড়ার মত।  ঢাকা থেকে ভেঙে ভেঙে যাওয়া যাত্রীরা ফেরি থেকে নেমে লোকাল বাস, মাহেন্দ্র ও মোটরসাইকেল করে বাড়ি ফিরছেন।

পথে কোনো ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে  ঢাকায় ফিরছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে জানিয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠে যানবাহন গন্তব্যে চলে যাচ্ছে। আশা করছি এবার ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি ফিরবেন এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন।